যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে নামলো ডুবুরি, খোঁজ চলছে অনামিকার জুতো ও চশমার

ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jadavpur murder

File Picture

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকার মৃত্যুর তদন্তে নতুন মোড়। শুক্রবার বিশ্ববিদ্যালয় চত্বরে পুকুরে নেমে তল্লাশি চালাল পুলিশের ডুবুরি দল। তবে এখনও পর্যন্ত অনামিকার জুতো ও চশমা উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

তল্লাশিতে একজোড়া জুতো উদ্ধার হলেও তা অনামিকার কিনা নিশ্চিত করতে পারেনি তদন্তকারী আধিকারিকরা। ফরেনসিক পরীক্ষার জন্য ওই জুতো পাঠানো হবে বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে চূড়ান্ত চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের একাংশের মতে, অনামিকার মৃত্যুর প্রকৃত কারণ ও সময় নির্ধারণে পুকুর ঘিরে তল্লাশি গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।

1757896417_newjadavpur-university

উল্লেখ্য, অনামিকার মৃত্যুর পর থেকেই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, এখনও তদন্ত প্রাথমিক স্তরে রয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত এগোতে থাকলেও অনামিকার মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। নতুন করে জল্পনা আরও বাড়ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।