/anm-bengali/media/media_files/2025/02/06/EZwBCC11BxaTnkjbkXUD.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্যমৃত্যুতে নতুন মোড়। পরিবারের অভিযোগের ভিত্তিতে এবার খুনের মামলা রুজু করল যাদবপুর থানার পুলিশ। সোমবার সকালে প্রথমে লালবাজারে গিয়ে তদন্তকারী ও হোমিসাইড বিভাগের কর্তাদের সঙ্গে কথা বলেন অনামিকার বাবা-মা। তারপরেই তাঁরা থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন।
অনামিকার বাবার দাবি, তাঁর মেয়েকে কেউ পরিকল্পনা করে ঝিলে ফেলে দিয়েছে। তাঁর কথায়, “ওকে নিশ্চয়ই কেউ কোনও প্রস্তাব দিয়েছিল। যাতে রাজি না হওয়ায় ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। ও ইচ্ছাকৃত ভাবে জলে নামবে, সেটা বিশ্বাসযোগ্য নয়”। তিনি আরও জানান, অনামিকা একা কখনও অন্ধকারে ঝিলপাড়ে যেত না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/25/PYUtOcbYjJw8GsuQzwu7.png)
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনের পুকুর থেকে অনামিকার দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর থেকেই রহস্য ঘনীভূত হতে থাকে। প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অনামিকার। তবে কীভাবে তিনি জলে পড়লেন, তা স্পষ্ট নয়।
এদিকে, অনামিকা মৃত্যুর সময় মদ্যপ ছিলেন কিনা, তা জানার জন্য ভিসেরা রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। অন্যদিকে পরিবারের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে তৎপর হয়েছে পুলিশ। খুনের মামলা দায়েরের পর তদন্তে গতি আসবে বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us