/anm-bengali/media/media_files/ap5etb23UqwWoPkJl6ex.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃউপাচার্যকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দিলেন যাদবপুরের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজি স্টুডেন্স ইউনিয়ন বা ফেটসু। সিসিটিভি বসিয়ে টাকা খরচের বদলে ল্যাব-সহ অন্যান্য পরিষেবা চেয়ে উপাচার্যকে ঘিরে ধরেন ফেটসু সদস্যরা। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউয়ের দফতরে এই নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, উপাচার্যের সঙ্গে ফেটসুর প্রতিনিধিরা খারাপভাবে কথা বলেন। এরপর নিজের দফতর থেকে বেরিয়ে যান উপাচার্য। এদিকে নীচে উপাচার্যকে আটকায় আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন বা আফসু। তাদেরও একই দাবি। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ল্যাব খারাপ অবস্থায় পড়ে রয়েছে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অনুদান বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে বলেও অভিযোগ পড়ুয়াদের। এই অবস্থায় সিসিটিভি বসাতে গেলে আড়াই থেকে তিন কোটি টাকা খরচ। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি এবং নন টিচিং বিভাগে বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে। সেগুলোকে পূরণ করা হচ্ছে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us