/anm-bengali/media/media_files/Tkj1R0xvdemlmWY0QEnV.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: যাদবপুর কাণ্ডে (Jadavpur University Chaos) এক সপ্তাহ পার। এখনও অশান্ত বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাস। চলছে রাজনৈতিক তরজা। পাশাপাশি যাদবপুর থানায় একাধিক মামলাও হয়েছে। এরকম পরিস্থিতিতে তথ্য-অনুসন্ধান কমিটি গঠন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রের দাবি, শুক্রবার রাজবভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে।
রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাজ্যপাল তথা আচার্য ভারপ্রাপ্ত উপাচার্যর কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছিলেন। ইতিমধ্যে সে রিপোর্ট এসে পৌঁছেছে রাজভবনে। একইভাবে পড়ুয়া এবং শিক্ষকদের তরফেও একাধিক অভিযোগ জমা পড়েছে রাজভবনে। এরই মধ্যে আগামিকাল গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন রাজ্যপাল। যাদবপুরের ঘটনা সবদিক খতিয়ে দেখতে তথ্য-অনুসন্ধান কমিটি গঠন করা হচ্ছে।"
/anm-bengali/media/media_files/2025/02/06/EZwBCC11BxaTnkjbkXUD.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us