নিজস্ব সংবাদদাতাঃ ভোটের বাংলা, তার উপর আবার একের পর এক আইপিএল ম্যাচ। আর তারই মাঝে বিপুল পরিমাণে টাকা উদ্ধার কলকাতায়। জানা গিয়েছে, রবিবার শহরের ভিন্ন জায়গায় আয়কর তল্লাশিতে উদ্ধার হল মোট নগদ ২ কোটি ৭০ লক্ষ টাকা। অনলাইন বেটিং গেমে যুক্ত থাকা এক সংস্থার কর্তার বাড়ি ও তাঁর ছেলের বাড়িতে হানা দেন আইকর কর্তারা। অন্যদিকে শহরের একটি পাবেও রবিবার তল্লাশি চলে। সেখানে ২ কোটি টাকা নগদ উদ্ধার হয়। মোট ১০ জায়গায় চলে আয়কর হানা। জানা গিয়েছে, বেনামী অ্যাকাউন্ট ও ইউপিআই ব্যবহার করে টাকার লেনদেন চলত। অন্যদিকে এদিনই মশলা ও গুটখা নির্মাতা এক সংস্থার অফিস ও বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। আয়কর ফাঁকির অভিযোগে তল্লাশিতে উদ্ধার হয় আড়াই কোটি টাকার অলঙ্কার সামগ্রী ও নগদ ৭০ লক্ষ টাকা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)