/anm-bengali/media/media_files/3EMNsILMZ2OGlyMpIzSL.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ডাক্তারদের আন্দোলনের পিছনে সিপিএম আর এসইউসিআই আছে এরকম কখনো মনে হয় নি বলে জানিয়ে দিলেন বঙ্গ নেতা তথাগত রায়। তিনি বলেছেন, "ডাক্তারদের আন্দোলনটার পিছনে সিপিএম আর এসইউসিআই আছে এরকম কখনো মনে হয় নি। তবে এই পোস্টটা যে কোনো মুলো দালালের স্বাভাবিক প্রতিক্রিয়া তা বুঝতে কষ্ট হয় না। হয়তো তৃণমূল কোন সরলস্বভাব হিন্দুকে খেলাচ্ছে, এমনও হতে পারে"।
ডাক্তারদের আন্দোলনটার পিছনে সিপিএম আর এসইউসিআই আছে এরকম কখনো মনে হয় নি। তবে এই পোস্টটা যে কোনো মুলো দালালের স্বাভাবিক প্রতিক্রিয়া তা বুঝতে কষ্ট হয় না। হয়তো তৃণমূল কোন সরলস্বভাব হিন্দুকে খেলাচ্ছে, এমনও হতে পারে।
— Tathagata Roy (@tathagata2) September 16, 2024
উল্লেখ্য, গতকাল তথাগত রায় একটি পোস্ট করেন। যেখানে তিনি বলেন, "ডাক্তারদের আন্দোলনের পরিসমাপ্তি কি ভাবে বা কি হবে জানি না। একটা কথা মনে রাখতে হবে, যে the name of the game is POLITICS | সেই বিষয়ে কিন্তু ডাক্তারবাবুদের কোন পারদর্শিতা নেই। আর যিনি তাঁদের বিরুদ্ধে নাটের গুরু, তিনি ঐটাই শুধু বোঝেন, ওর বিকৃত প্রয়োগটা আরো বেশি করে বোঝেন। তাই রাজ্যের তাবৎ শিক্ষিত মানুষের সমর্থন এঁদের পিছনে থাকা সত্ত্বেও, নীতিগতভাবে বা মানবতার দিক দিয়ে তাঁদের আন্দোলন ১০০% সমর্থনযোগ্য হলেও, ডাক্তারবাবুরা যদি রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে পরামর্শ নেন, তাহলে ভালোই হবে। কার কাছ থেকে বা কি ভাবে নেবেন সেটা অবশ্য তাঁদের ব্যাপার"।
ডাক্তারদের আন্দোলনের পরিসমাপ্তি কি ভাবে বা কি হবে জানি না। একটা কথা মনে রাখতে হবে, যে the name of the game is POLITICS | সেই বিষয়ে কিন্তু ডাক্তারবাবুদের কোন পারদর্শিতা নেই। আর যিনি তাঁদের বিরুদ্ধে নাটের গুরু, তিনি ঐটাই শুধু বোঝেন, ওর বিকৃত প্রয়োগটা আরো বেশি করে বোঝেন। তাই…
— Tathagata Roy (@tathagata2) September 15, 2024
তথাগত রায়ের এই ট্যুইটের পর এক সমালোচক তাকে বলেন, "আপনি জানেন না দেখে অবাক লাগছে, এদের প্রতিবাদ তো পুরোপুরি সিপিআইএম আর suci দারা পরিচালিত। এখনো কীকরে বোঝেন নি কে জানে। স্লোগানগুলো শুনুন, অবস্থানের চারিদিকের দেয়াল লিখন দেখুন আর এদের নেতাদের ব্যাপারে খোঁজ লাগান। বিজেপির চরম ব্যর্থতা"। আর সমালোচককে উত্তর দিতে গিয়েই তথাগত রায় এই মন্তব্য করেছেন।
আপনি জানেন না দেখে অবাক লাগছে, এদের প্রতিবাদ তো পুরোপুরি সিপিআইএম আর suci দারা পরিচালিত। এখনো কীকরে বোঝেন নি কে জানে। স্লোগানগুলো শুনুন, অবস্থানের চারিদিকের দেয়াল লিখন দেখুন আর এদের নেতাদের ব্যাপারে খোঁজ লাগান। বিজেপির চরম ব্যর্থতা
— Hindu_I_am (@hindu_i_am86) September 16, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us