/anm-bengali/media/media_files/8aqcskIb1pOCdYyLZznx.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আর ১৩ দিন বাকি নির্বাচনের। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে যে পরিমাণ সন্ত্রাস এবং হিংসা সৃষ্টি হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টে শুনানি করার সময়ে তিনি যে বক্তব্য পেশ করেন তার একটি অংশ ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভিডিও থেকে শোনা যায় সেখানে বিচারপতি অমৃতা সিনহা দাবি করেছেন যে পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত। তিনি আরো বলেছেন যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে এবং হিংসা ছড়িয়েছে তা রাজ্যের পক্ষে লজ্জার।
সুকান্ত মজুমদারের দাবি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আইন এবং শাসনের ক্ষেত্রে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা নিয়ে কলকাতা হাইকোর্টের বক্তব্য থেকে তৃণমূল সরকারের মিথ্যাচার স্পষ্ট। একে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা বলে দাবি করলেন সুকান্ত মজুমদার। 'লজ্জা' বলে অভিহিত করলেন তিনি।
Calcutta HC's remarks about the ongoing Panchayat Election and law and order situation exposes the lies of TMC govt.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 26, 2023
It is a big shame for Failure CM @MamataOfficial . pic.twitter.com/pjNtVL6wzD
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us