নিজস্ব সংবাদদাতা: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে মনোনয়ন জমা দিয়েছেন শমীক ভট্টাচার্য। এই নিয়ে তিনি বলেন, "এখনই আমার কিছু বলার নেই। প্রক্রিয়া এখনও চলছে। এখনও শেষ হয়নি। দলীয় নেতৃত্ব আমাকে মনোনয়ন জমা দিতে বলেছিলেন এবং আমি তা করেছি। ফলাফল এখনও আসেনি"।
/anm-bengali/media/post_attachments/lingo/itne/images/story/202406/6669aa5c58a97-bjp-mp-reaffirms-ndas-manipur-commitment-amidst-rising-political-tensions-120203326-16x9-113545.jpg?size=700:394)