Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/3ba6vzgBU4ngis3JAz2J.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রেড রোডে পুজোর কার্নিভাল। শুরু বিকেল সাড়ে চারটে থেকে। প্রায় একই সময়ে রানি রাসমণি রোডেও অপর একটি কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। ‘দ্রোহের কার্নিভাল’। বিকেল চারটে থেকে শুরু জমায়েত। আরজি কর কাণ্ডের প্রতিবাদে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস্’ এর ডাকে দ্বিতীয় কার্নিভালটি। যার কোনও পুলিশি অনুমতি নেই। এমন অবস্থায় ‘দ্রোহের কার্নিভাল’-এর কারণে পুজোর কার্নিভালে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। অশান্তি ছড়ানোর আশঙ্কা করছে তারা। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ভারতীয় নাগরিক সুরক্ষা ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ।
/anm-bengali/media/media_files/dssdftg.jpeg)
সোমবার রাতে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ জারি করেছেন নতুন সিপি মনোজ ভার্মা।
/anm-bengali/media/media_files/bnghnjji.jpeg)
/anm-bengali/media/media_files/fbghnuyj.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us