New Update
/anm-bengali/media/media_files/juvNlVG4ZCSbQDlduDgY.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রেসিডেন্সি জেলে সন্দীপ ঘোষের জন্য আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘন্টা তালাবন্ধ সেলে রাখা হচ্ছে আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে। প্রেসিডেন্সি জেলের প্রভাবশালীদের ওয়ার্ড পয়লা বাইশে নয়, সন্দীপ ঘোষের জায়গা হয়েছে ১০ সেলের ৪৬ নম্বর লক আপে। প্রেসিডেন্সি জেলে সারদ কর্তা সুদীপ্ত সেনের প্রতিবেশী আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। ২৪ ঘন্টা সন্দীপের ওপর নজরদারি চালাতে রাখা হয়েছে ২ জন নিরাপত্তা রক্ষীকে। অন্যদিকে, অভিযুক্ত সঞ্জয় রায়কে রাখা হয়েছে পয়লা বাইশ ওয়ার্ডে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us