ছেড়ে দিচ্ছে হাসপাতাল! আজ রাতেই কি ED হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক?

গ্রেফতার করার পরেই শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর অজ্ঞান হয়ে যান তিনি আদালতে। এবার কোন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি?

author-image
Anusmita Bhattacharya
New Update
jyoti hosss.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হল। ইডির পরবর্তী পদক্ষেপ এবার কী হবে তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। জ্যোতিপ্রিয় মল্লিককে কি আজই হেফাজতে নেওয়া হবে নাকি নেওয়া হবে অন্য কোনও পদক্ষেপ? ইডি দফতরে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক।

যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা নিয়ে প্রথম থেকেই দুশ্চিন্তা ছিল তাই ঝুঁকি নিতে চায় না গোয়েন্দা সংস্থা। এই বৈঠকেই সেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এবার জানা গেছে যে তাঁর শারীরিক অবস্থা দেখে অধিকাংশ চিকিৎসক হাসপাতাল ছেড়ে দেওয়ার পক্ষে মত পোষণ করেছেন। এরপর ইডি সিদ্ধান্ত নেবে কবে কখন কোথায় নিয়ে যাওয়া হবে তাঁকে।