চলতি বছরেই বাংলায় নয়া ৭ জেলা? দ্রুত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা

ইতিমধ্যেই বেশ কিছু জেলা সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এবার আবার নতুন জেলা? চিন্তা-ভাবনা করছে মমতার সরকার?

New Update
mamata angry

নিজস্ব সংবাদদাতা: সব কিছু ঠিক থাকলে আগামী বছরই দেশে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই চলতি বছরেই বাংলা পেতে পারে ৭টি নতুন জেলা। নতুন জেলা গঠনের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে বলেছেন বলে জানা গেছে।

বুধবার নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জেলার সংখ্যা বৃদ্ধির ওপর রাজ্য প্রশাসনকে জোর দেওয়ার কথা বলেন বলে জানা গেছে। ওই রুদ্ধদ্বার বৈঠকে আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় এই বিষয়টি নিয়েও আলোচনা হয়। জেলার সংখ্যা বাড়লে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। বাংলায় বাম আমলে মেদিনীপুর ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জন্ম হয়। আবার পশ্চিম দিনাজপুর ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলারও জন্ম হয় তখন। মমতার আমলে জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়েছে। দার্জিলিং থেকে আলাদা করে করে কালিম্পং হয়েছে পৃথক জেলা। বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা তৈরি হয়েছে। আবার পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রামকে আলাদা করে পৃথক জেলা বানানো হয়েছে।