খেলা জমে উঠেছে! ইডেনের বাইশ গজে বাউন্সের ইঙ্গিত!

স্পোর্টিং পিচে ম্যাচ হবে। বাউন্সও থাকবে যথারীতি। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের দ্বৈরথের গতি জমে উঠবে কতটা?

author-image
Shroddha Bhattacharyya
New Update
GTE3J76Y4E

নিজস্ব সংবাদদাতা: আগেই জানা গেছিলো, কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে কলকাতায় উপস্থিত থাকবেন কিং খান।

Best KKR Playing 11 For IPL 2024

একদিকে বলিউড বাদশার উপস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে দর্শকদের, অন্যদিকে নাইট দলের ক্রিকেটাররা উদ্বিগ্ন ইডেনের বাইশ গজ নিয়ে।
প্রশ্ন উঠছে, এই পিচেই কি বরাবরের মতো জমে উঠবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের দ্বৈরথ?

Kolkata Knight Riders (KKR)' best XI for IPL 2024 | Cricket Times


সূত্রের খবর অনুযায়ী, বিশ্বকাপের মতো পিচ থাকবেনা। ম্যাচ হবে স্পোর্টিং পিচে। থাকবে বাউন্সও।
এবার শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক শেষ পর্যন্ত নাইট বাহিনী করে, লড়ে, জিতে নিতে পারে কিনা!

Add 1

cityaddnew

স

স