চারজনেরও বেশি পুরুষের নাম উঠে এল চ্যাটে! ইন্টার্নের সঙ্গে কথা বলল এএনএম নিউজ

সেই ইন্টার্ন করলেন গুরুতর অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
1723534230_rg-kar-tto

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আর জি করের মহিলা ডাক্তারের মৃত্যুতে শোরগোল গোটা দেশজুড়ে। ধরা পড়েছে একজন যার নাম সঞ্জয় রায়। তবে এখানেই শেষ নয়। খবর ছড়িয়ে পড়েছে যে এতে আরো অনেকে জড়িয়ে রয়েছে এবং তারা সবাই হাসপাতালের ভেতরের। আস্তে আস্তে সেই তথ্যগুলোও সামনে আসছে।

RG Kar Doctor Death Case: Accused Slept After Rape & Murder, Washed Clothes  To Destroy Evidence, Police Reveal

এএনএম নিউজ আর জি করের প্রতিবাদী ছাত্রদের সঙ্গে কথা বলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টার্ন এএনএম নিউজকে জানায় যে যারা যুক্ত তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। চারজনেরও বেশি পুরুষের নাম উঠে এসেছে এক চ্যাটে। জানা গেছে যে ইন্টার্ন তারা সকলেই।

Calcutta HC orders CBI probe into RG Kar Hospital doctor's rape-murder case  | Kolkata News - Times of India

অভিযোগ, এরা এই নির্মম হত্যাকাণ্ডে যুক্ত। সম্পূর্ণটাই নির্যাতিতার প্রতি পুঞ্জীভূত চরম হিংসা বা ক্ষোভ থেকে করা হয়েছে। কিন্তু কেন? শুধু তাই নয়, অভিযোগ এটাও যে এরাই আন্দোলনকে দমন করার চেষ্টাও চালাচ্ছে। তবে কেন তাদেরকে বাঁচানোর চেষ্টা চলছে? কেন এখনও তাদের ধরতে পারছে না পুলিশ?

RG Kar Medical College PG medico Murder Case: Doctors Across India on  Protest, CM Assures CBI