/anm-bengali/media/media_files/oMrhFJujNdr8BuoomJJm.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছে ইডি৷ বলা হয়েছে যে মোট তিনটি কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হত৷
রেশন দুর্নীতির লভ্যাংশের টাকা সরানোর ক্ষেত্রে তিনটি কোম্পানির আশ্রয় নেন বাকিবুর রহমান থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, এমনই অভিযোগ তুলে আনে ইডি নিজের তদন্তে৷ ইডি দাবি করছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশ মেনে বাকিবুর রহমান তিনটি কোম্পানি খোলেন যে কোম্পানিগুলিতে প্রথমপর্বে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যাকে ডিরেক্টর পদে রাখা হলেও পরে তাঁদের ডিরেক্টর ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ সেখানে ডিরেক্টর হয়ে যোগ দেন অভিষেক বিশ্বাস ও স্বরূপ শর্মা৷ এর মধ্যে অভিষেক বিশ্বাস বাকিবুর রহমানের শ্যালক ও রামস্বরূপ শর্মা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক৷ এই রামস্বরূপ শর্মা জ্যোতিপ্রিয়র সুপারিশে চাকরি পান বলেও ইডি তদন্তে দাবি করেছে৷
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us