জ্যোতিপ্রিয় মল্লিকের কাজের লোক সরকারী কর্মী! ২টি কোম্পানির ডিরেক্টরও

রেশনে দুর্নীতির মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার তাঁর বাড়ির কাজের লোককে নিয়ে বড় তথ্য উঠে এল।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
jyotipriyo-mullick

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছে ইডি৷ বলা হয়েছে যে মোট তিনটি কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হত৷

রেশন দুর্নীতির লভ্যাংশের টাকা সরানোর ক্ষেত্রে তিনটি কোম্পানির আশ্রয় নেন বাকিবুর রহমান থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, এমনই অভিযোগ তুলে আনে ইডি নিজের তদন্তে৷ ইডি দাবি করছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশ মেনে বাকিবুর রহমান তিনটি কোম্পানি খোলেন যে কোম্পানিগুলিতে প্রথমপর্বে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যাকে ডিরেক্টর পদে রাখা হলেও পরে তাঁদের ডিরেক্টর ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ সেখানে ডিরেক্টর হয়ে যোগ দেন অভিষেক বিশ্বাস ও স্বরূপ শর্মা৷ এর মধ্যে অভিষেক বিশ্বাস বাকিবুর রহমানের শ্যালক ও রামস্বরূপ শর্মা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক৷ এই রামস্বরূপ শর্মা জ্যোতিপ্রিয়র সুপারিশে চাকরি পান বলেও ইডি তদন্তে দাবি করেছে৷

hiring.jpg