আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান? এল বড় তথ্য!

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার। এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য এল সামনে। ক্লিক করে জেনে নিন এখানে।

New Update
mamatalakkhi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন। ঘোষণা অনুযায়ী ভোটে জিতে তৃতীয়বার সরকার গঠন করতেই এই প্রকল্প চালু করে দেওয়া হয়েছে। রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের আগেও বিরোধী দল বিজেপি ভোটে জিতলে এর থেকেও বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে রোজ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ২ কোটির বেশি মহিলা এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন বলে জানা গেছে। কত খরচ হচ্ছে এর জন্য? 

২ কোটি মহিলাকে এই প্রকল্পে টাকা দিতে প্রতি মাসে রাজ্য সরকারের খরচ হয় প্রায় ১৫৪২ কোটি টাকা। বছরের হিসাব অনুযায়ী খরচ হচ্ছে ১৮৫০০ কোটি টাকা। ২ বছরে খরচ করা হয়েছে ৩৭ হাজার কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ খরচ নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন মতামত পোষণ করা হচ্ছে।