/anm-bengali/media/media_files/SwhqImZq5ikuoDgIdClE.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের মামলায় সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। বলিউডের তারকারাও এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে।
/anm-bengali/media/post_attachments/aaefcd0654a9e73ac8ac5115da9cc0c3019efea73b4016bedd9600cdeb8bb515.jpg?im=FeatureCrop,algorithm=dnn,width=806,height=605)
এবার এই প্রতিবাদে সামিল হলেন ভারতীয় বোলার জশপ্রীত বুমরাহ। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিনেত্রী আলিয়া ভাটের পোস্টকে রিপোস্ট করেছেন।
/anm-bengali/media/post_attachments/ddb89c6fb6d73352313bd8e05d589b05615598a66740614a0c2d748187d49344.webp)
বুমরাহের এই প্রতিক্রিয়া দেখে অনেকেই বলছেন, ঘটনার ভয়াবহতা এতটাই যে প্রত্যেকের মনেই বড়সড় আলোড়ন ফেলেছে।
/anm-bengali/media/post_attachments/17a8d462e735a8e6612c90984bf796b86caa04dec9af4ac28863949f12929716.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট পোস্ট করেছিলেন যে, '' আমাদের, নারীদের কেমন মনে হওয়া উচিত? এটাই যদি আমাদের মনের ভিতরে চলতে থাকে তাহলে রোজ কাজে যাব কেমন করে? ভয়ংকর এই ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দিয়েছে যে নারীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক ভার বহন করে। নারীকে পথ পরিবর্তন করতে বোলো না, ভূমিকে বাসযোগ্য করে তোলো। প্রত্যেক নারীর ভালো থাকার অধিকার আছে। ''
/anm-bengali/media/post_attachments/b19e7f6f4a0888dbdb20975a71dc04fbd47fea0fae5831292363224207a80e66.jpeg?w=414)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আর জি করের ঘটনায় সারা বাংলা তোলপাড়।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us