‘ভারত আজ বিশ্বে শক্তিশালী ও মহান’ — রাজ্যপাল

‘বিশ্বের চোখে আজ শক্তিশালী ও মহান ভারত’ — স্বাধীনতা দিবসের আগে বার্তা রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-14 10.51.08 PM

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবস ২০২৫-এর প্রাক্কালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস বলেছেন, “এটি ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আত্মনির্ভর ভারত যখন বিকশিত ভারতের পথে দ্রুত অগ্রসর হচ্ছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতের উন্নয়ন নিয়ে রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি সত্যিই অসাধারণ।”

বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, “নতুন ভারতের যে স্বপ্ন প্রধানমন্ত্রীর মনে আছে, তা এখন প্রতিটি যুবক-যুবতী ও নাগরিকের অনুভূতিতে স্থান করে নিয়েছে—আমি শুধু পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণের নই, আমি সমগ্র ভারতের, আর সমগ্র ভারত আমার। আমরা সবাই গর্বের সঙ্গে বলি, ‘ঝান্ডা উঁচা রে আমাদের।’”

রাজ্যপালের মতে, ভারত আজ বিশ্বের কাছে নিজেদের শক্তি ও মহত্ত্ব প্রমাণ করেছে। “বিশ্ব বুঝতে পেরেছে ভারত মহান, ভারত শক্তিশালী। ভারত আজ বৈশ্বিক গুরু হিসেবে আবির্ভূত হচ্ছে—এটাই আমাদের পরিচয়।” — তিনি মন্তব্য করেন।