বর্ষার বিদায়বেলায় বাড়ছে সূর্যের তেজ! স্বস্তির অপেক্ষা

রোদ ঝলমলে আকাশ। তেজ বাড়ছে সূর্যর। নাজেহাল আট থেকে আশি। কতদিন চলবে ভোগান্তি? জেনে নিন আপডেট।

author-image
Pallabi Sanyal
New Update
zdcc

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দেশ থেকে বিদায় নিচ্ছে বর্ষা। আর বর্ষার বিদায়বেলায় তাপে পুড়ছে বাংলা। কয়েকদিন আগেও যেখানে বোঝা যাচ্ছিল না এটা কোন ঋতু, শরত না বর্ষা, গত দিন দুই ধরে শরতে গ্রীষ্মের এফেক্ট পাওয়া যাচ্ছে। সকাল থেকেই ভোল্টেজ বেশি থাকে সূয্যি মামার। ফলে প্রচন্ড গরমে ঘেমে নেয়ে নাজহাল আট থেকে আশি। সেই ভ্যাপসা গরম ফিরে এল। বাড়ছে অস্বস্তিও।  পুজোর আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় হতবাক হতে হয়। এই বৃষ্টি তো এই রোদ। সকালে রোদ থাকলে বিকেলে বৃষ্টি। আবার কখনো রাতের দিকেও বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। কিন্তু দিনের বেলায় বাড়ির বাইরে বেরতেই জাগছে অনীহা। কিন্তু কাজের প্রয়োজনে, মানুষকে বেরেতোই হচ্ছে। অপেক্ষা এখন বৃষ্টির। কবে এই প্যাচ প্যাচে গরম থেকে মুক্তি মিলবে? কবে মিলবে স্বস্তি? বুধবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। নীল আকাসে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। পুজোর আগে আকাশে বাতাসে ভাসছে আগমনীর সুর। আবহাওয়া  এই মুহূর্তে বদলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। তাই যারা সপ্তাহান্তে কেনাকাটা করার কথা ভাবছেন তারা এখনই সেরে রাখুন পুজোর বাজার। শনিবার থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে হতে পারে বৃষ্টিপাত। তরওপর শুরু হয়ে গিয়েছে বর্ষা বিদায়। সব মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।