Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/va2XCUAbkOlrLpmOYsWw.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গজুড়ে শীতের দাপট থেকে আর যাচ্ছে না৷ তার মধ্যে ফের আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত এল৷ সাইক্লোনিক সার্কুলেশন এবং পশ্চিমী ঝামেলার দাপটে ফের একবার বৃষ্টি ও ঠান্ডার কম্বোতে কাত হবে মানুষ৷ সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকার সমুদ্রতল থেকে ১.৫ কিমি থেকে ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এছাড়াও সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে পশ্চিম রাজস্থান ও তার সংলগ্ন এলাকায়৷ ২৭ জানুয়ারি থেকে ফের একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে পশ্চিম হিমালয় ক্ষেত্রে৷
/anm-bengali/media/media_files/eUQVkhVoEwgzSd9v4tcD.jpeg)
/anm-bengali/media/media_files/4mHOTk8dcNuRKSbw6aDt.jpeg)
/anm-bengali/media/media_files/s0kJ0W9ECJvpFkkaEoaD.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us