ফের বাংলাদেশের ওপর ঘূ্র্ণাবর্ত! ঠান্ডা-বৃষ্টির সাঁড়াশি আক্রমণ

ফের বাংলাদেশের ওপর ঘূ্র্ণাবর্ত রয়েছে আপনি কি জানেন? পড়ুন এই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
cyclone 1 .jpg

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গজুড়ে শীতের দাপট থেকে আর যাচ্ছে না৷ তার মধ্যে ফের আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত এল৷ সাইক্লোনিক সার্কুলেশন এবং পশ্চিমী ঝামেলার দাপটে ফের একবার বৃষ্টি ও ঠান্ডার কম্বোতে কাত হবে মানুষ৷ সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকার সমুদ্রতল থেকে ১.৫ কিমি থেকে ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এছাড়াও সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে পশ্চিম রাজস্থান ও তার সংলগ্ন এলাকায়৷ ২৭ জানুয়ারি থেকে ফের একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে পশ্চিম হিমালয় ক্ষেত্রে৷

flamef

flavor

rainadn