রুদ্রমূর্তি ধারণ বর্ষার, বৃষ্টি নামল শহরজুড়ে, স্বস্তি

বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। বলা হচ্ছে, আজ থেকে কলকাতায় হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তিলোত্তমায়।

author-image
SWETA MITRA
New Update
BRISHTI.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভ্যাপসা গরমের মাঝে আচমকাই বদলে গেল শহর কলকাতার আবহাওয়া। দুপুর দুটোর পরেই মুষলধারে বৃষ্টি (Heavy Rainfall) নামল শহরজুড়ে।  এদিকে আজ থেকেই কলকাতা সহ জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

impact

আজ বুধবার দুপুরে বিশেষ বুলেটিন জারি করে হাওয়া অফিস। এই বুলেটিন অনুযায়ী, ২৩ থেকে আগামী ২৬ আগস্ট অবধি কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অন্যদিকে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও।  বিশেষ বুলেটিনে বলা হচ্ছে, ২৩ থেকে ২৬ আগস্ট, ২০২৩-এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।