নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। যে কোনও মুহূর্তে মুষলধারে বৃষ্টি হতে পারে। এখন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামীতে ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে।
/anm-bengali/media/media_files/HJgjOSBDdJiqUa5qfimm.webp)
সপ্তাহব্যাপী গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে বা বলেই জানা গেছে।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)