আর কিছুক্ষণ, তারপরই প্রকাশ করা হবে দাগি শিক্ষকদের তালিকা

একজন অযোগ্য প্রার্থীও যেন আর কখনও এসএসসি পরীক্ষায় বসতে না পারেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Ssc

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আবারও উঠে এল চমকপ্রদ তথ্য। ওএমআর শিটে জালিয়াতি করে বহু প্রার্থী চাকরি পেয়েছিলেন— এমনই তথ্য সামনে এসেছে। আজ আর কিছুক্ষণ পরই প্রকাশ করা হবে সেই সব ‘দাগি’ শিক্ষকদের তালিকা। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, একজন অযোগ্য প্রার্থীও যেন আর কখনও এসএসসি পরীক্ষায় বসতে না পারেন।

এসএসসি ইতিমধ্যেই যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করেছে এবং তা কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৩ জনকে ‘দাগি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

jobssc

চাঞ্চল্যকর উদাহরণও সামনে এসেছে। এক অঙ্কের শিক্ষক প্রকৃত পরীক্ষায় পেয়েছিলেন শূন্য, কিন্তু অফিসিয়াল ওএমআর শিটে তাঁর নম্বর দেখা গিয়েছে ৫৩। একইভাবে এক ইতিহাসের শিক্ষক সাদা খাতা জমা দিয়েও পেয়েছেন ৫৩ নম্বর! সিবিআইয়ের হাতে থাকা নথিতেও এই জালিয়াতির প্রমাণ রয়েছে।

এসএসসি সূত্রে খবর, আজই এই দাগি শিক্ষকদের নাম প্রকাশ্যে আনা হবে। এদের সকলের চাকরি ইতিমধ্যেই বাতিল হয়েছে। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা বেতনসহ চাকরিতে থাকবেন। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায়ও এরা বসতেও পারবেন না। স্বাভাবিক ভাবেই যোগ্য চাকরিহারা শিক্ষকরা এখন তাকিয়ে রয়েছেন এই তালিকার দিকেই।