দূরদর্শনে কাজ করার স্বপ্ন দেখেন? রয়েছে সুযোগ

প্রসার ভারতী দূরদর্শন কেন্দ্র কলকাতার ৯টি বিভিন্ন পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোন কোন সেই পদ, এখনই জানুন -

New Update
Doordarshan.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দূরদর্শনে কাজ করার স্বপ্ন দেখেছেন? তাহলে সেই স্বপ্ন বাস্তব করার সুযোগ রয়েছে আপনার। প্রসার ভারতী দূরদর্শন কেন্দ্র কলকাতার ৯টি বিভিন্ন পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা প্রশংসা পত্র সহ নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ নীচে দেওয়া হল।

দূরদর্শনে নিয়োগের বিবরণ –

১ পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের পদের জন্য নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমা হলেই আবেদন করা যাবে।

২ বিউটিশিয়ান / হেয়ার ড্রেসারের ক্ষেত্রেও ডিগ্রি/ডিপ্লোমা থাকতে হবে চাকরি প্রার্থীদের।

৩ ভিডিও সহকারীর জন্য ডিগ্রি/ডিপ্লোমা হলেই আবেদন করা যাবে।

৪ সহকারী পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।

৫ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

৬ সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।

৭ সি জি অপারেটরের ক্ষেত্রেও চাকরিপ্রার্থীদের স্নাতক হতে হবে।

৮ ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্টের জন্য স্নাতক উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে।

৯ রিসোর্স পার্সন পদের জন্যও উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।

বয়সসীমা – সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর।

নির্বাচন প্রক্রিয়া – প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার্থীদের পরীক্ষার স্থান, সময়, তারিখ জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে। দূরদর্শনের ওয়েবসাইটটি হল – http://www.prasarbharati.gov।

আবেদন প্রক্রিয়া – আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার শংসাপত্র এবং অন্য কোনও প্রাসঙ্গিক নথির প্রশংসাপত্রের অ্যাটেস্টেড কপি সহ নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে পারেন। আবেদন করার শেষ দিন – আগামী ১৫ই সেপ্টেম্বর, বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে।