Antibiotics: জ্বর হলেই আর নয় অ্যান্টিবায়োটিক

জ্বর  হলেই আমরা অ্যান্টিবায়োটিক খাই কিন্তু এই অ্যান্টিবায়োটিক খাওয়া একদম উচিত নয় বলে জানালেন  বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের দাবি, পরবর্তীকালে রক্ত পরীক্ষা করলে সঠিক ফলাফল পাওয়া যায় না।

author-image
POULAMI DAS
25 Apr 2023
Antibiotics: জ্বর হলেই আর নয় অ্যান্টিবায়োটিক



 নিজস্ব সংবাদদাতাঃ জ্বর  হলেই আমরা অ্যান্টিবায়োটিক খাই কিন্তু এই অ্যান্টিবায়োটিক খাওয়া একদম উচিত নয় বলে জানালেন  বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের দাবি, পরবর্তীকালে রক্ত পরীক্ষা করলে সঠিক ফলাফল পাওয়া যায় না। তার ফলে  চিকিৎসায় দেরি হয়।  উল্লেখ্য, মেনিনজাইটিস, নিউমোনিয়া,মূত্রনালীতে ইনফেকশনএবং সেপ্টিসিমিয়া এই ৪টি রোগে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত।