/anm-bengali/media/post_banners/IP4oVKKC3BPAM7kwEBvZ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে সারা দেশ আজ উত্তাল হয়ে উঠেছে। এই আবহেই তৃণমূল নেতা কুণাল ঘোষকে বার বার নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তাকে বিভিন্ন সময়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট মানুষজনেরা কটাক্ষ করেছেন। এবার তাদের সবাইকে কড়া ভাষায় জবাব দিলেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)
তিনি এক এক্স বার্তায় লিখেছেন যে, '' যে অভিনেতা, অভিনেত্রীরা আমার নামে বা নাম না নিয়ে আমার সমালোচনা করছেন, মারধরের হুমকি দিচ্ছেন, তাঁদের যুক্তির দম, সাহস ও শিরদাঁড়া থাকলে মুখোমুখি অধিবেশনে আসুন। ওঁরা সবাই থাকুন। আমি একা থাকব। সরাসরি সম্প্রচার হোক। টিভি চ্যানেল উদ্যোগ নিতে পারেন। মানুষ শুনে সিদ্ধান্ত নিতে পারবেন। ''
/anm-bengali/media/media_files/vFmAbEuPJI2O07LhNXq7.jpg)
যে অভিনেতা, অভিনেত্রীরা আমার নামে বা নাম না নিয়ে আমার সমালোচনা করছেন, মারধরের হুমকি দিচ্ছেন, তাঁদের যুক্তির দম, সাহস ও শিরদাঁড়া থাকলে মুখোমুখি অধিবেশনে আসুন। ওঁরা সবাই থাকুন। আমি একা থাকব। সরাসরি সম্প্রচার হোক। টিভি চ্যানেল উদ্যোগ নিতে পারেন। মানুষ শুনে সিদ্ধান্ত নিতে পারবেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 24, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)