নিজস্ব সংবাদদাতা: এবার দিলীপ ঘোষ সম্বন্ধিত দেবাংশু ভট্টাচার্যের ট্যুইটের পাল্টা ট্যুইট করলেন তরুণজ্যোতি তিওয়ারি। ইতিপূর্বে দেবাংশু ভট্টাচার্য বলেছেন, "অনেক অভিনন্দন @DilipGhoshBJP দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভালো থাকুন দুজনে। Again Congratulations!"
/anm-bengali/media/media_files/6FnsLl51RJv3tYKAPjF2.jpg)
এর পাল্টা তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, "সেই ঘোষ বাবু যদি তার স্ত্রীর সাথে সংসার করতে পারতেন তাহলে আজকে তার স্ত্রী হিজাব পড়ে হিন্দুদের নরসংহার করতেন না।। সেই আইনজীবীর সাথে যেটা হয়েছে ঠিক হয়নি।। তিনি যদি তার স্ত্রীকে একটু সময় দিতেন তাহলে তার স্ত্রী হয়তো অনেকটা সুস্থ থাকতেন"।