‘মানুষ সস্তায় কিনুক টাটকা মাছ, তাই এই ব্যবস্থা’, বলছেন রোশনি সেন

ক্যাপ্টেন ভেড়ীতে সূচনা হল এই মাছের স্টলটির।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-05-16 at 00.09.39

File Picture

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার আরও এক মৎস্য স্টলের সূচনা হয়ে গেল তিলোত্তমায়। চিংড়িহাটার ক্যাপ্টেন ভেড়ীতে সূচনা হল এই মাছের স্টলটির। এদিন এই স্টলটির শুভ সূচনা করেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং আইএএস অফিসার শ্রীমতী রোশনি সেন। 

3h456y

শাক-সবজির মতো যাতে সুলভ মূল্যে পাওয়া যায় মাছও, সেই জন্যেই এই প্রচেষ্টা বলছেন আইএএস অফিসার রোশনি সেন। তিনি আর কি কি বলছেন, শুনে নিন তাঁর মুখ থেকেই।