New Update
/anm-bengali/media/media_files/L93Avzxs96aQnDdFKGAu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণের ঘটনা নিয়ে নিহত নির্যাতিতার পরিচয় প্রকাশ এবং গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে নির্যাতিতার পরিচয় প্রকাশের অভিযোগ উঠেছে।
/anm-bengali/media/media_files/Pu4PoTLH8qKQHw5WHXDj.jpg)
প্রসঙ্গত, সেই কারণে লালবাজারে তাঁদের দুজনকে লালবাজারে তলব করা হয়েছে। তাঁরা দুজনই লালবাজারে গেলে পরে ১ ঘণ্টার মধ্যেই আবার বেরিয়ে আসেন। মিছিল করে ফের কলকাতা মেডিক্যালে পৌঁছলেন কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী। তাঁরা জানিয়েছেন, আরজি করের অকথ্য ঘটনা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বজায় থাকুক।
এছাড়াও তাঁরা জানিয়েছেন, সদর্থক ভূমিকা নিয়ে এগিয়ে আসুক পুলিশ-প্রশাসন। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে ব্যর্থ পুলিশ। কোনও চিকিৎসকের হেনস্থা মানব না। আগামীদিনে চিকিৎসকদের সমন পাঠানোর আগে পাঁচবার ভাববেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us