/anm-bengali/media/media_files/2025/06/15/E3D0lueHueFandDoxNoX.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার তৃণমূলকে নিশানা করে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি বড় ট্যুইট করেছেন। তিনি ট্যুইট করে বলেছেন, "আমি কুণাল ঘোষের সঙ্গে সম্পূর্ণ একমত!
হ্যাঁ, তৃণমূলের ৯৯% লোক ভাল — তারা শুধুই সাধারণ সমর্থক, যারা ঘরে বসে দলকে ভোট দেয়, ফেসবুকে ছবি দেয়, প্যান্ডেল দেখে সেলফি তোলে। প্রকৃত 'কাজের কাজি' হলো বাকি ১% — যাঁরা চাকরি বিক্রি করেন, কাটমানি তোলেন, বোমাবাজি চালান, ভোট লুঠ করেন, আর থানার উপর রাজনীতি করেন। ওরাই তৃণমুলের নেতা আর কর্মী।।
সেই ১% এতটাই শক্তিশালী, যে ৯৯% ভালো মানুষ কিছুই করতে পারে না। তাই তো! দলে ভালো লোকেদের সংখ্যা বেশি, কিন্তু চোর-ডাকাতরাই নেতা হয়। আহা! গণতন্ত্রের অপূর্ব চিত্রনাট্য!
তৃণমূলের গুণগান করতে করতে এবার হয়তো Nobel Peace Prize-ও দিয়ে দেওয়া উচিত — এমন উন্নত ‘১% ম্যানেজমেন্ট’ আর কোথায় পাব?
NB : সততার প্রতীকও এই ১% এর মধ্যেই আসে।"
/anm-bengali/media/media_files/2025/04/24/ivLp9xiSxTRFfHcKBeA3.png)
তরুণজ্যোতির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
আমি কুণাল ঘোষের সঙ্গে সম্পূর্ণ একমত!
— Tarunjyoti Tewari (@tjt4002) June 14, 2025
হ্যাঁ, তৃণমূলের ৯৯% লোক ভাল — তারা শুধুই সাধারণ সমর্থক, যারা ঘরে বসে দলকে ভোট দেয়, ফেসবুকে ছবি দেয়, প্যান্ডেল দেখে সেলফি তোলে। প্রকৃত 'কাজের কাজি' হলো বাকি ১% — যাঁরা চাকরি বিক্রি করেন, কাটমানি তোলেন, বোমাবাজি চালান, ভোট লুঠ করেন, আর থানার… pic.twitter.com/Q6epTPuu2I
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us