'আমি কোন দৌড়ে নেই, আমি লড়াইতে আছি': দিলীপ ঘোষ

'কারও বাড়ির সামনে হাতজোড় করে দাঁড়াই না, পেটের জন্য আমি রাজনীতি করি না', দলীয় বৈঠহাজিরা নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

author-image
Jaita Chowdhury
New Update
Dilip Ghosh

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: কে হবেন বিজেপির (Bjp) নয়া রাজ্য সভাপতি ? ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন,'আমি কোন দৌড়ে নেই, আমি লড়াইতে আছি'। এখানে পরিবর্তন করতে হবে, সেই লড়াইতে আছি। পার্টি যে কাজ দিয়েছে সেটাই করছি, লড়তে বলেছে, লড়েছি, জিতেছি, আমি কোনও দৌড়ে ছিলাম না'। তিনি আরও বলেন, 'যে কোনও কর্মীকে দাঁড় করিয়ে দিন, সেই ফিটেস্ট'। আমাদের পুরো পার্টি লড়াই করে, একজন লড়াই করে না। ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ নয়। পার্টির কোনও পদে নেই আমি, পদাধিকারী নই, সদস্য'। পার্টি যেখানে ডাকে, যেখানে যেতে বলে, সেখানে আমি যাই। মুখ দেখিয়ে বেড়াই না, ধর্না দিই না। কারও বাড়ির সামনে হাতজোড় করে দাঁড়াই না, পেটের জন্য আমি রাজনীতি করি না'। এদিন দলীয় বৈঠকে গরহাজিরা নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

dilip ghoshhq1.jpg