আমি আগে থেকেই জানতাম এ কাজ মোদীজি'র দ্বারা সম্ভব নয়, এ কি বলছেন বঙ্গ বিজেপি নেতা অনুপম হাজরা?

কি বলছেন অনুপম হাজরা?

author-image
Aniket
New Update
x

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার পূর্ণম সাউ ফিরে আসা প্রসঙ্গে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে একটি পোস্ট করেছেন অনুপম হাজরা। তিনি একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, পূর্ণম সাউ ফিরে আসা নিয়ে মমতা ব্যানার্জিকে ক্রেডিট দেওয়া হয়েছে।

anupam hazra

 সেই পোস্টই সামনে এনে অনুপম হাজরা বলেন, "এটা জানতে পারার পর থেকে আমি আনন্দে-আবেগে-আক্রোশে-আহ্লাদে-আতঙ্কে আপাতত জ্ঞান হারিয়ে ফেলেছি...😶 যদিও আমি আগে থেকেই জানতাম এ কাজ মোদীজি'র দ্বারা সম্ভব নয়, পারলে একমাত্র পিসিই পারবে...😑" উল্লেখ্য, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্ণম সাউ ইস্যুতে প্রথম থেকেই চিন্তা প্রকাশ করেছেন। তিনি তার স্ত্রীর সঙ্গেও কথা বলেন। তিনি জানান, তিনি সব রকম চেষ্টা করছেন পূর্ণম সাউকে দেশে ফিরিয়ে আনার জন্য। এই পরিস্থিতিতে অনুপম হাজরার এই কটাক্ষ নিয়ে শোরগোল শুরু হয়েছে।