নিজস্ব সংবাদদাতা: চাকরিহারাদের আন্দোলনের ঢেউ এবার বাংলা এবং দিল্লিতে। যন্তর মন্তরে আজ ধরনায় চাকরিহারারা। রাজ্যে মাসখানেক ধরে চলবে প্রতিবাদ কর্মসূচি। ২২ এপ্রিল শিয়ালদহ থেকে রাজভবন পর্যন্ত হবে মিছিল। ২৩ এবং ২৮ এপ্রিল রাস্তায় নেমে চলবে বিক্ষোভ এবং প্রতিবাদ। ১ মে থেকে ৭ মে পর্যন্ত ওয়াই চ্যানেলে চলবে রিলে অনশন। এরপর সুরাহা না মিললে ৭ মে- এর পর থেকে আমরণ অনশনের পথে হাঁটবেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/07/TET-PASS-CANDIDATES-OUTSIDE-THE-ABHISHEK-BANERJEE-OFFICE-AT-CAMAC-STREET-3-270551.jpg)