/anm-bengali/media/media_files/5vrNhezX2B8h3Ka6vwDS.jpg)
নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ আর জি করের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন আই পি এস তথা ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। তিনি বলেন, '' এতদিন ধরে যদি কলকাতা পুলিশ তদন্ত করতো তাহলে এতো দেরী হতো না। এবং এটা একটা ভালো তদন্ত হতো। যে সময় তদন্ত করতে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যেই চার্জশিট বানানো হয়ে যেত। চার্জশিট হয়ে দ্রুত বিচারের পথে এগোয়ে যেতো। কিন্তু কোর্টের অর্ডারে এখন সিবিআই তদন্ত শুরু করেছে। ২৮ দিন পেরিয়ে গেছে। যদি আরো কেউ যুক্ত থাকে তাকে কেন গ্রেফতার করছে না ? না থাকলে তাই বলুক। সিবিআই কেনো এটাকে জিইয়ে রেখেছে ? সিবিআই ডিএনএ প্রোফাইল রিপোর্ট যদি পেয়ে থাকে তাহলে কেন দেরী হচ্ছে ? সিবিআই কী এটা নিয়ে রাজনীতি করছে ? পশ্চিমবাংলা আরো উত্তাল হোক এটাই কী সিবিআই চায় ? এবার সময় এসেছে সি বি আইকে জিজ্ঞাসা করার। ''
/anm-bengali/media/post_attachments/ef89a17b-f6b.png)
অপরদিকে তিনি বলেন, '' বিধাসভায় যে ধর্ষণ করে খুনের ঘটনায় যে বিল তৈরি করা হয়েছে, তা রাজ্যপাল দ্রুত সাইন করে দিল্লীতে রাষ্ট্রপতির কাছে পাঠাক এবং রাষ্ট্রপতি সাইন করে দ্রুত অ্যাক্ট চালু করুক। তাহলে ধর্ষকরা ভয় পাবে। এই আইন তৈরির মধ্য দিয়েই বাংলা ভারত বর্ষকে পথ দেখাবে। ''
/anm-bengali/media/post_attachments/6ba39323-d27.png)
এই বিষয় নিয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, '' এটা নিয়ে কোনো রাজনীতি হচ্ছে না। রাজ্যের পুলিশ কী তদন্ত করছে তা মানুষ জানে। তাই সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে। আমার মতে এই ঘটনায় অনেক রাখববোয়াল জড়িত আছে। আমরা চাই দোষীদের শাস্তি হোক। সিবিআই যদি তদন্ত ঠিক না করে আবার মানুষ রাস্তায় নামবে। ''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us