সকাল গড়িয়ে বেলা! দুপুরে কেমন হাল থাকবে রাস্তার?

সকাল গড়িয়ে দুপুর হতে চললো। কমন থাকবে দুপুরের রাস্তাঘাটের হাল? কী জানাচ্ছে ট্রাফিক আপডেট?

author-image
Pallabi Sanyal
New Update
12

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের তৃতীয় দিন আজ। কর্মব্যস্ত সকাল পেরিয়ে দুপুরের দিকে এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা। সকালে রাস্তায় যানজট সেভাবে না হলেও দুপুরে রাস্তাঘাটের হাল কেমন থাকবে? আজ কি কোনো বড় কর্মসূচি রয়েছে শহরে? দুপুরে রাস্তায় বেরলো সমস্যায় পড়তে পারেন? কোন পথে যাবেন? কোন পথ এড়িয়ে চলবেন? কী জানা যাচ্ছে ট্রাফিক আপডেট থেকে?  

কলকাতার অফিস পাড়া ডালহৌসির নাম হওয়া উচিত স্কটিশ পাড়া

জেলায় জেলায় নির্বাচনী প্রচার চললেও কলকাতায় রাজনৈতিক কর্মসূচি তেমন নেই। দলগুলি এখন ব্যস্ত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে। বড় ধরনের কর্মসূচি না থাকায় খানিকটা স্বস্তিতে রয়েছে শহরবাসী। শহর উত্তাল হওয়ার সম্ভাবনা কম। বুধবার যান চলাচল স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। আকস্মিক কোনো দুর্ঘটনা না ঘটলে এখনও বড় মিছিল বা অন্য কোনো কর্মসূচির কোনো খবর নেই। বাইপাস ও এয়ারপোর্ট সংলগ্ন রাস্তায় প্রতিদিনই অসংখ্য যান চলাচল করে। স্বভাবতই যানজটের সৃষ্টি হয়। তবে এদিন ট্রাফিক স্বাভাবিক বলেই জানা যাচ্ছে। এক কথায় বলা যায় শহর আজ যানজট মুক্ত। যদিও দুপুর গড়িয়ে বিকেল হলে ট্রাফিকের হালহকিকত বদলালেও বদলাতে পারে। 

জরুরি পরিষেবা হিসেবে শহরের ৬টি রুটে চলছে বাস! কোন রুটে কখন পেতে পারেন বাস,  একনজরে | There is emergency bus services in Six routes in Kolkata - Bengali  Oneindia

শহর যানজটে পূর্ণ থাকবে নাকি যানজট মুক্ত থাকবে তা কিছুটা হলেও নির্ভর করে আবহাওয়ার পূর্বাভাসের ওপর। সকাল থেকে কয়েক ফোঁটা বৃষ্টিতে স্বস্তি ফেরা তো দূর অস্বস্তিতে ভুগছে শহরবাসী। এরপর হালকা ও মাঝারি বৃষ্টিপাত হলে স্বাভাবিকভাবেই মন্থর হবে যান চলাচলের গতি। সেক্ষেত্রে যানজট হতে পারে।