SIR প্রক্রিয়ায় কীভাবে সুরক্ষিত হবেন পরিযায়ী শ্রমিকরা?

রাজ্যের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিযায়ী শ্রমিকরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
voters up.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সোমবার গোটা দেশের ১২টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গিয়েছে SIR (Summary Intensive Revision) প্রক্রিয়ার। নির্বাচন কমিশনের এই বিশেষ ভোটার তালিকা পর্যালোচনার প্রস্তুতি এখন পুরোদমে চলছে। মঙ্গলবার থেকেই ব্লক লেভেল অফিসার (BLO)-দের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি জোরকদমে চলছে এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের পর্যায়, এবার শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মূল প্রক্রিয়া।

নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ করবেন। ভোটারদের নাম, ঠিকানা, বয়স, পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন তাঁরা।

তবে রাজ্যের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিযায়ী শ্রমিকরা। হাজার হাজার মানুষ কাজের সূত্রে রাজ্যের বাইরে থাকেন। তাঁরা বাড়িতে না থাকলে কীভাবে হবে ফর্ম পূরণ?

migrant worker a

সূত্র অনুযায়ী, পরিযায়ী শ্রমিকদের জন্য অনলাইন আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে। তাঁরা যদি অনলাইনে আবেদন করতে না চান, তাহলে পরিবারের অন্য কোনও সদস্য বিএলও-র কাছে স্বাক্ষর করে এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন।

বিএলওরা প্রতিটি এলাকার নির্ভরযোগ্য আধিকারিক, যাঁদের কাছে ওই এলাকার সমস্ত ভোটারদের তথ্য থাকবে। তাঁরা আগেই স্থানীয়ভাবে জানিয়ে দেবেন কোন দিনে তথ্য সংগ্রহ করতে আসছেন। তাঁদের সহায়তা করবেন বুথ লেভেল এজেন্ট (BLA)-রা।

যদি কোনও পরিবার বিএলও-র আগমনের খবর না পান, বা নির্দিষ্ট দিনে তথ্য দিতে না পারেন, তাহলেও আতঙ্কের কিছু নেই। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি এলাকায় অন্তত তিন থেকে চারবার যাবেন বিএলওরা, যাতে কেউ বাদ না পড়েন।

জানা গিয়েছে, গড়ে প্রতিটি বুথে ভোটার সংখ্যা প্রায় ১২০০ জনের কাছাকাছি। বিএলওরা প্রতিদিন যদি ১৫-২০টি বাড়িতে যান, তাহলে নির্ধারিত সময়সীমার মধ্যেই পুরো সমীক্ষা শেষ হবে বলে আশা কমিশনের।