শুধুমাত্র কলকাতায় কত করোনা আক্রান্ত জানেন? পুরনিগম এবার তথ্য আনলো প্রকাশ্যে

সরকার নিশ্চিত করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Coronavirus-Shutterstock-CMS

File Picture

নিজস্ব সংবাদদাতা: করোনা সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সঙ্গে এও স্বীকার করলেন যে, আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। রাজ্যে ফের একবার বাড়তে থাকা করোনা সংক্রমণকে ঘিরে উদ্বেগ তৈরি হলেও, সরকার নিশ্চিত করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে। আবার কোনও প্যানডেমিক হবে না। তবে আগাম সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ।”

এদিকে, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ অতীন ঘোষ জানিয়েছেন, বর্তমানে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২৬। এর মধ্যে শুধুমাত্র কলকাতা পুরনিগম এলাকার সংক্রমিতের সংখ্যা ৩৭০।

c

একটি অনুষ্ঠানে গিয়ে অতীন ঘোষ জানান, গত ১৫ দিনের মধ্যে রাজ্যে ৪ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর এসেছে। সোমবার বেলেঘাটা আইডি-তে ৪৮ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যুর বিষয়েও তিনি জানতে পেরেছেন, যদিও তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে সতর্কতা জারি করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গ বর্তমানে দেশের অন্যতম শীর্ষ রাজ্য, যেখানে সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি মানুষ যথাযথ সতর্কতা বজায় রাখেন, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তবে সাধারণ মানুষকে মাস্ক পরা, ভিড় এড়ানো ও উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সবমিলিয়ে, রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ থাকলেও, সরকার ও পুরসভা উভয়েই জানিয়ে দিয়েছে—সতর্কতাই এখন প্রধান অস্ত্র।