ইঁদুর দৌড়ে না, শৃঙ্খলার জন্য হ্যাঁ

শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য কাউন্সেলিংই বা কতটা গুরুত্বপূর্ণ? এএনএম-এর আড্ডায় একদম খোলামেলা আলোচনা করলেন ভবনস গঙ্গা বক্স কানোরিয়া বিদ্যামন্দিরের (Bhavan’s Gangabux Kanoria Vidyamandir) অধ্যক্ষ অরুণ দাশগুপ্ত।

author-image
SWETA MITRA
New Update
school.jpg



আপনি কি মনে করেন যে হাতে লাঠিই একমাত্র পড়ুয়াদের শৃঙ্খলাবদ্ধ করতে পারে? ইঁদুর দৌড় কি আগামী সময়ে একজন শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকারক? শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য কাউন্সেলিংই বা কতটা গুরুত্বপূর্ণ? এইসব বিষয়ে নিয়ে এএনএম নিউজের প্রধান সম্পাদক অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে এএনএম-এর আড্ডায় একদম খোলামেলা আলোচনা করলেন ভবনস গঙ্গা বক্স কানোরিয়া বিদ্যামন্দিরের (Bhavan’s Gangabux Kanoria Vidyamandir) অধ্যক্ষ অরুণ দাশগুপ্ত।