/anm-bengali/media/media_files/2025/06/27/law-college-rape-2025-06-27-23-09-15.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সাউথ কলকাতা ল কলেজ গণধর্ষণের ঘটনায় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য তথা বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন তিনি বলেন, "একজন মহিলা হিসেবে এবং একজন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জিত হওয়া উচিত যে অন্য দলের প্রতিনিধি দল মামলাটি তদন্ত করতে এসেছিল। তিনি নিজেই এটি করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি কি এই সত্যের মুখোমুখি হতে পারেন যে তিনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না? একজন অপরাধীকে একটি ল কলেজে নিয়োগ করা হয়েছিল। কাউকে চাকরিতে নিয়োগ দেওয়ার আগে, একটি ফৌজদারি যাচাই করা হয়। তার পটভূমি থাকা সত্ত্বেও কেন তাকে এই চাকরি দেওয়া হয়েছিল?"
#WATCH | Kolkata, West Bengal: BJP MP Biplab Kumar Deb, member of the BJP fact-finding team for the South Calcutta Law College gangrape case, says, "Mamata Banerjee should feel ashamed as a woman and as a CM that another party's delegation had come to look into the case. She… pic.twitter.com/9CIC8x4BM6
— ANI (@ANI) June 30, 2025
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/30/screenshot-2025-06-30-pm-2025-06-30-16-02-55.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us