New Update
/anm-bengali/media/media_files/IXWoBLPxsQFPgctk8vQF.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সকাল হতে না হতেই সিজিওতে চলে গেছেন ইডি অধিকারিকরা। জেরা চলছে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। ইডি দাবি করছে যে শারীরিক কোনও অসুস্থতা নেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সকালবেলা ব্রেকফাস্ট করেছেন আর খেয়েছেন ওষুধও। আর তারপরেই শুরু হয়েছে টানা জেরা। কেমন কাটালেন মন্ত্রী ইডি হেফাজতে মন্ত্রীর প্রথম রাত?
জানা গিয়েছে যে প্রতিদিনের মতই সকাল সকাল ঘুম থেকে উঠে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক খালি পেটে নিয়মমাফিক ওষুধ খেয়েছেন। তারপর চায়ের সঙ্গে ব্রেড ও ডিমের কুসুম ছাড়া সাদা অংশ খেয়েছেন মন্ত্রী। রাতে আর শারীরিকভাবে কোনও অসুস্থতার খবর পাওয়া যায়নি মন্ত্রীর। ব্রেকফাস্টের পরে মন্ত্রী খানিকক্ষন বিশ্রাম নিতে না নিতেই পৌঁছে যান আধিকারিকরা।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us