বারান্দায় পরে রয়েছে স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ ! শিউরে ওঠার মতো ঘটনা ঘটলো বেহালায়

দেখুন সকালের বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা : ফের একবার এক শিউরে ওঠার মতো ঘটনা ঘটলো বেহালার পর্ণশ্রী থানা এলাকায়। বাড়ির বারান্দা থেকে উদ্ধার করা হল এক বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ। মৃতের নাম সর্বানী পাল। পর্ণশ্রী থানা এলাকার বকুলতলায় নিজের স্বামীর সাথে একটি দোতলা বাড়িতে থাকতেন ওই বৃদ্ধা। ওনার ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকে। আজ সকালে বাড়ির একতলায় ছিলেন ওই বৃদ্ধার স্বামী। কিছুক্ষন পর বাড়ির দোতলায় গিয়ে উনি দেখতে পান যে দোতলার বারান্দায় ওনার স্ত্রীর অর্ধদগ্ধ দেহ পরে রয়েছে। পরিবারের দাবি অনুযায়ী ওই বৃদ্ধা নানারকম অসুখে ভুগছিলেন। তাই তিনি ডিপ্রেশনে আত্মহত্যা করেছেন নাকি এই মৃত্যুর পিছনে অন্য কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 

Fire