হাতে ২ দিন! বুধের নজরে তিন রাশি, সোনায় মুড়বে ভাগ্য

কারা কারা পাবে সেই সুখ?

author-image
Anusmita Bhattacharya
New Update
ASTROLOGY 1

নিজস্ব সংবাদদাতা: আগামী ১৪ অক্টোবর স্বাতী নক্ষত্রে বুধ গমন করবে। এই নক্ষত্র মূলত রাহুর নক্ষত্র বলে ধরা হয়। ফলে একই নক্ষত্রে বুধ এবং রাহু অবস্থান করবে। বুধ এবং রাহুর মিত্রতার দরুন বেশ কিছু রাশির উপর এর প্রভাব পড়বে। ফলে তাদের জীবনেও আসবে বড়রকমের পরিবর্তন। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে আসতে চলেছে কি কি পরিবর্তন।

কন্যা- পুরনো কোনও বিনিয়োগ থেকে টাকা লাভ করতে পারেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে এবার। এছাড়াও আপনার ধনলাভ হওয়ার যোগ আছে। বেকাররা ঝুব শীঘ্রই চাকরি পেতে পারেন।

কুম্ভ- আপনার আত্মবিশ্বাস আরো বেড়ে যেতে চলেছে। আপানার কেরিয়ারের গ্রাফ এবারে ঊর্ধ্বমুখী হয়ে যাবে আস্তে আস্তে। এছাড়াও আপনার সাহস এবং পরাক্রম বেড়ে যাবে। জীবনে এগিয়ে চলার যে কোনও পদক্ষেপে আপনি বুধের এই পরিবর্তনের সুপ্রভাব লক্ষ্য করবেন।