নিজস্ব সংবাদদাতা: এবার বন্যা ইস্যুতে ফিরহাদ হাকিম ও মমতা ব্যানার্জিকে একসঙ্গে নিশানা করেছেন স্বয়ং তথাগত রায়।
তথাগত রায় ট্যুইট করে বলেছেন, "ম্যান-মেড বন্যা বনাম ওম্যান-মেড এক্সকিউজ। মাননীয়া নতুন বলির পাঁঠা খুঁজে পেয়েছেন - নেপাল ! সঙ্গে ফারাক্কায় ‘ড্রেজিং’ নিয়ে হাউ হাউ তো যাচ্ছেই ! যেমন মমতা তেমনি ফিরাদ মিয়া, বাবু যত বলে পারিষদদলে কহে তার শত গুণ ! কিন্তু কংসাবতীর বন্যায় যে এই অবস্থা, দোষ দেবেন কাকে?"
উল্লেখ্য, রাজ্যে বন্যা পরিস্থতি নিয়ে ক্রমাগত ডিভিসি ও কেন্দ্রের ওপর দোষ চাপিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে এবার রাজ্যের দিকেও দায় ঠেলছেন বিজেপি নেতৃত্বরা। এবার তথাগত রায়ের ট্যুইটে শোরগোল শুরু হয়েছে।