কলকাতা জিপিওর ২৫০ বছর পূরণ! নতুন লোগোয় স্থান পেল কলকাতার ঐতিহ্য

কলকাতা জিপিওর ২৫০ বছর পূরণ উপলক্ষ্যে নতুন লোগো প্রকাশ করা হয়েছে। তাতে স্থান পেল কলকাতার দুই ঐতিহ্য।

New Update
WhatsApp Image 2024-02-27 at 5.06.43 PM

নিজস্ব সংবাদদাতা: কলকাতা জিপিও ২০২৪ সালের মার্চ মাসে ২৫০ বছর পূর্ণ করছে।

 

WhatsApp Image 2024-02-27 at 4.13.26 PM (1)

কলকাতা জিপিওর ২৫০ বছরের লোগো উন্মোচন করা হয় যা কলকাতা জিপিও বিল্ডিংয়ের ঐতিহাসিক গম্বুজ এবং কলকাতার আরেকটি ঐতিহ্য অর্থাৎ হাওড়া ব্রিজকে চিত্রিত করেছে। 

WhatsApp Image 2024-02-27 at 4.13.26 PM (2)

"কলকাতা জিপিওর ২৫০ বছর" লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান পোস্ট মাস্টার জেনারেল শ্রী নীরজ কুমার বলেন, "দেশের প্রতিটি কোণে এবং সিকিম, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবরের মতো এলাকায় আমরা প্রতিদিন মানুষের কাছে যাচ্ছি সেবার মনোভাব নিয়ে, সেবার চেতনা নিয়ে এবং আমাদের লোকেরা সব ক্ষেত্রে কাজ করছে"।

WhatsApp Image 2024-02-27 at 4.13.26 PM (3)

তিনি চলন্ত ট্রামকে কেন্দ্র করে আসন্ন অনুষ্ঠান, বিশেষ ফিলাটেলিক কভার প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, হেরিটেজ ওয়াক, ছবির পোস্টকার্ড প্রকাশ ও একটি তথ্যচিত্র প্রকাশের বিষয়েও উল্লেখ করেছেন।

WhatsApp Image 2024-02-27 at 4.13.26 PM (4)

WhatsApp Image 2024-02-27 at 4.13.26 PM (5)

WhatsApp Image 2024-02-27 at 4.13.26 PM (6)

WhatsApp Image 2024-02-27 at 4.13.26 PM

add 4.jpeg

স

স

cityaddnew