New Update
/anm-bengali/media/media_files/w6C1zzyCEvnYOoRky2Rt.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের আগে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ওয়েবসাইট চালু করল বিজেপি। মুখ্যমন্ত্রীকে হীরক রানি বলে কটাক্ষ করা হয়েছে। স্লোগান তোলা হচ্ছে 'হীরক রানি বাই বাই'। Hirakranibyebye.com নামে ওয়েব সাইট খোলা হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, হীরক রানির শোষণ থেকে মুক্তি পেতে দুর্নীতির আরও খবর জানতে ওয়েবসাইটে রেজিস্টার করতে।
বলছে সবাই 'হীরক রানি বাই বাই'!
— BJP West Bengal (@BJP4Bengal) January 6, 2024
হীরক রানির শোষণ থেকে মুক্তি পেতে দুর্নীতির আরও খবর জানতে QR কোড স্ক্যান করুন বা ওয়েবসাইটে রেজিস্টার করুন -Hirakranibyebye.com#hirakranibyebye#hirakranipic.twitter.com/5d4ORI2Idx
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us