/anm-bengali/media/media_files/2025/09/20/whatsapp-image-2025-09-18-at-122521-2025-09-20-02-28-43.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুজোয় শহরেই মিলবে আদিবাসী সংস্কৃতির স্বাদ। এ বছর ৯৫ বছরে পা দিল হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি। দীর্ঘ ঐতিহ্যের এই পুজোয় এ বার থিম ‘লোকজ’। মূল আকর্ষণ — বাংলার আদিবাসী প্রথা চদরবদর-এর পুনর্জাগরণ।
পুজোর থিম সম্পর্কে জানিয়েছেন উদ্যোক্তা মলয় রায়। তাঁর কথায়, সময়ের সঙ্গে সঙ্গে বিলুপ্তপ্রায় হয়ে পড়ছে চদরবদর প্রথা। এই পুজোর মণ্ডপে তাই সেই হারিয়ে যাওয়া লোকসংস্কৃতির নানা দিক ফুটিয়ে তোলা হবে।
কী এই চদরবদর প্রথা?
আদিবাসী শিল্পীরা গ্রামে গ্রামে ঘুরে পুতুলনাচ দেখান। এর বিনিময়ে চাল, ডাল-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। দিন শেষে পুরো গ্রামের মানুষ মিলেমিশে সেই সামগ্রী দিয়ে রান্না করে একসঙ্গে ভোজন করেন। এই সম্মিলিত ঐতিহ্যই ‘চদরবদর’ নামে পরিচিত। বর্তমানে নবীন প্রজন্মের অনাগ্রহে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই সংস্কৃতি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/20/whatsapp-image-2025-09-18-at-122521-2025-09-20-02-27-27.jpeg)
হিন্দুস্থান পার্কের দুর্গামণ্ডপে শুধু প্রদর্শনই নয়, থাকছে আদিবাসী শিল্পীদের সরাসরি নাচ-গান পরিবেশনা। মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হচ্ছে বাঁশ, কাঠ, মাটি, টিন, লোহা প্রভৃতি প্রাকৃতিক উপাদান। অধিকাংশ জায়গায় থাকছে না পুরু ছাদ বা চালা— যাতে প্রকৃতির সঙ্গে আদিবাসী সমাজের আত্মিক সম্পর্ক স্পষ্টভাবে ফুটে ওঠে।
শহরের প্রাচীনতম এই পুজো এবার যেন হয়ে উঠছে বাংলার মাটির গন্ধমাখা লোকসংস্কৃতির এক জীবন্ত প্রদর্শনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us