'প্রাণ' রক্ষায় কাঠগোলায় পুজো হিন্দুস্থান পার্কের!

হাতে আর একটা মাস। তারপেরই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শুরু হবে আনন্দ-উদযাপন। দক্ষিণ কলকাতার নামী পুজোগুলির মধ্যে একটি হল হিন্দুস্থান পার্কের পুজো। প্রস্তুতি চলছে জোরকদমে।

author-image
Pallabi Sanyal
New Update
১১১

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : ''একটি গাছ, একটি প্রাণ'', এবারের দুর্গাপুজোয় দূষণ মুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়েছে হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি। পুজোর থিম তাই প্রাণ। থিম মাথায় রেখেই তৈরি হচ্ছে মণ্ডপ। প্রতিমা ও মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন রাজু সরকার। মণ্ডপ গড়ে উঠছে কাঠগোলার আদলে। সেখানেই এক টুকরো সবুজ দ্বীপে চার ছেলে মেয়েদের নিয়ে থাকবেন দশভূজা। শোলার কাজে সেজে উঠছে লাউয়ের মাচা। প্রকৃতির মাঝে মায়ের স্থান বোঝাতেই এই অভিনব উদ্যোগ।

১১২৩

পরিবেশের ভারসাম্য নষ্ট হলে তার প্রভাব পড়ে জনজীবনে। এমনও ঘটনা ঘটে যেখানে প্রাণ সংশয় দেখা দেয়। ফলে প্রয়োজন সচেতনতার।  ২০২৩-এ ৯৩ তম বর্ষে পদার্পণ করতে চলেছে দক্ষিণ কলকাতার এই নাম করা পুজো। তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি। এবারের বাজেট ২২-২৫ লক্ষ টাকা।