/anm-bengali/media/media_files/ooabNzkiz6h8eFDdfigv.jpg)
নিজস্ব সংবাদদাতা: আর কিছু ঘণ্টার জন্য করতে হবে অপেক্ষা। ২০২৩- এর উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ ২৪ মে। স্কুল জীবনের শেষ পরীক্ষার ফলাফল নিয়ে পড়ুয়াদের মধ্যে নানা ধরণের প্রতিক্রিয়া কাজ করছে। ২৪ মে দুপুর ১২টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর সাড়ে ১২টা থেকে সংসদের বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন। কী ভাবে ফল দেখবেন, তা দেওয়া হল।
সংসদের http://wbresults.nic.in/, www.results.shiksha এই ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। ‘WBCHSE Results 2023’ অ্যাপ থেকেও রেজাল্ট দেখা যাবে। তার আগে গুগ্ল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে নেবেন।
১. wbbse.wb.gov.in অথবা wbresults.nic.in ওয়েবসাইটে যাবেন।
২. ‘হোমপেজ’-এ দেওয়া ‘রেজাল্ট’ লেখা লিঙ্কে ক্লিক করবেন।
৩. রোল নম্বর-সহ অন্যান্য দরকারি তথ্য দিলেই রেজাল্ট আসবে।