/anm-bengali/media/media_files/BitTBNLpDZw5peHPSrBn.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সোমবার মধ্যরাতের বৃষ্টিতে তৈরি হওয়া শহর-শহরতলির ভয়াবহ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক তরজা আরও চড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই বলেছিলেন, ১৯৭৮ সালের পর কলকাতায় এমন অবস্থা আর হয়নি। এবার সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন ও নবনীড় বৃদ্ধাশ্রমে আলাপচারিতার মাঝেই তিনি কটাক্ষ করেন, “কে একটা কোর্টে কেস করেছে। বাংলায় কয়েকটা লোক আছে শুধু পরনিন্দা পরচর্চা করা কাজ”।
উল্লেখ্য, বিধায়ক নওশাদ সিদ্দিকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া অন্তত ৯ জনের ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। সেই মামলায় ইতিমধ্যেই রাজ্য, পুরসভা ও CESC-কে রিপোর্ট দিতে বলেছে ডিভিশন বেঞ্চ। ৭ নভেম্বর সেই রিপোর্ট জমা দিতে হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/DPPXcI11D5UWDhri3WKN.jpg)
মমতা এদিন ফের কেন্দ্রকে দায়ী করে বলেন, “বিহার, ফারাক্কা, উত্তরপ্রদেশ থেকে জল আসে। মেয়র সহ সবাই রাস্তায় থেকে পরিস্থিতি সামলেছেন। মনে হচ্ছে আমিই প্রকৃতিটা কন্ট্রোল করি নাকি! বৈষ্ণব দেবী মন্দিরে কী হয়েছিল? উত্তরাখণ্ডে কী হয়েছিল?” তিনি দাবি করেন, মাত্র ছ’ঘণ্টার মধ্যে কলকাতা থেকে জল নেমে গেছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে রাজ্যের তরফ থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও এক সদস্যকে চাকরির ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী এর জন্যে CESC-র কাঁধেও দায়ভার ঠেলেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us