১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না মোদী সরকার! স্টেপ নিল হাইকোর্ট

বহুদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছে রাজ্য সরকার। ১০০ দিনের কাজকে কেন্দ্র করে কেন্দ্রের তরফে টাকা না দেওয়ায় এবার বড় পদক্ষেপ নিল হাইকোর্ট।

New Update
modihi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বাংলায় ১০০ দিনের কাজের টাকা বেশ কয়েক মাস ধরে দেওয়া হচ্ছে না। এই নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে রাজনীতির পারদ তুঙ্গে। তার মধ্যেই একটি জনস্বার্থ মামলার শুনানির পরে মঙ্গলবার টাকা বন্ধের কারণ জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এই প্রকল্পের সঙ্গে যুক্তরা যাতে বঞ্চিত না হন সেটাও দেখার নির্দেশ দিয়েছে আদালত।

নবান্ন এবং তৃণমূল কংগ্রেস বারবার প্রশ্ন করছে যে কোথাও যদি অনিয়ম হয় তার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার বদলে সবার টাকা আটকে রাখবে কেন মোদী সরকার? কাজ করানোর পরেও মজুরি আটকে রাখা হয়েছে বলে দিল্লির বিরুদ্ধে অভিযোগ করছে রাজ্য। ২০ জুনের মধ্যে কেন্দ্রকে এ ব্যাপারে রিপোর্ট দিতে নির্দেশ দিল হাইকোর্ট।